মেজর ডালিম

 শরিফুল হক ডালিম (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৪৬) যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। '৭৫ পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশ  দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়।



বিস্তারিত জানতে ক্লিক করুন 


ব্যক্তিগত বিবরণ
জন্ম২ ফেব্রুয়ারি ১৯৪৬ (বয়স ৭৮)
ঢাকাবেঙ্গলব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীনিম্মি চৌধুরী ডালিম (মৃ. ২০০৫)
পিতাশামসুল হক
পুরস্কার বীর উত্তম[](বাতিল)[
সামরিক কর্মজীবন
আনুগত্য পাকিস্তান
বাংলাদেশ বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ সেনাবাহিনী
 পাকিস্তান সেনাবাহিনী (১৯৬৮–১৯৭১)
 পাকিস্তান বিমানবাহিনী (১৯৬৪–১৯৬৫)
কার্যকাল১৯৬৮-১৯৭৪, ১৯৭৫-১৯৭৬[]
পদমর্যাদালেফটেন্যান্ট কর্নেল
ইউনিটআর্মার্ড কোর
নেতৃত্বসমূহ
  • বেঙ্গল ল্যান্সার্সের কোম্পানি কমান্ডার
  • ১ম সেক্টরের উপ-কমান্ডার

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم