শনিবার সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চিত বিষয় ছিলেন তাহসানের বিয়ের খবর। বিয়ের খবর হিসেবে ছড়ালেও বিষয়টি নাকচ করেন তাহসান। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব
শনিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে নতুন একটি ছবি শেয়ার করে তাহসান একটি গানের পঙ্ক্তি জুড়ে দেন।
তিনি লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
তার মানে তাহসান
إرسال تعليق