মারা গেছেন বিএনপি নেতা ও সাবেক এমপি এসএ খালেক


 বিএনপির সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি এসএ খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, এসএ খালেক অনেক দিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল।

আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে।

এস এ খালেক রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ীও ছিলেন। এক সময়ের বিখ্যাত পরিবহন খালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তিনি। এছাড়া আবাসন খাতেও তার বিনিয়োগ ছিল।


বিস্তারিত জানতে ক্লিক করুন 

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم